আতাইকুলায় মজনু হত্যার ৪ আসামী গ্রেপ্তার

পাবনার আতাইকুলার মধুপুর পশ্চিমপাড়ার আব্দুল মজিদের ছেলে মজনু মিয়া হত্যায় মামলা দায়ের। এক দিনেই ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রায়হান পারভেজ জানান, নিহতের পিতা আঃ মজিদ
বাদী হয়ে আতাইকুলা থানায় ১৮ জনকে নামীয় আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং
০২, তারিখ ০৬/০৬/২০। শনিবার রাতেই অভিযান চালিয়ে থানা পুলিশ এজাহার নামীয় চার
জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো মধুপুর গ্রামের বাচ্চু শেখের ছেলে জমির, একই
গ্রামের আঃ কুদ্দুসের ছেলে মনিরুল ইসলাম, একই গ্রামের আনছার আলীর ছেলে আয়েল ও
একই গ্রামের ছাত্তারের ছেলে শাহিন ওরফে সাজু। উলে-খ্য শুক্রবার রাত ১১ টা দিকে পাবনা সদর
উপজেলার আতাইকুলার ধর্মগ্রাম বাজারের একটি চা’র দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল
মজনু মিয়া। পথিমধ্যে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই
সে মারা যায়।
আতাইকুলা থানার পরিদর্শক (প্রশাসন) মোঃ নাছিরুল আলম জানান, নিহত মজনু চরমপন্থীর
সদস্য ছিল। স্থানীয়দের ক্ষোভেই তাকে হত্যা হতে পারে। হত্যার পর দিনই গোপন সংবাদে এজাহার
নামীয় ৪ আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের গেপ্তারের জোর
চেষ্টা চলছে।