পাবনায় করোনাভাইরাস এর প্রকোপ এর মধ্যেও পাবনা ডায়বেটিস সমিতির সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মেডিকেল টেকনোলজিস্ট গন তাদের সেবা দান কার্যক্রম অব্যাহত রেখেছে। পাবনা ডায়বেটিস সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম জানান, ’’আমরা নিরাপদ দূরত্ব নিশ্চিত পূর্বক সকল স্বাস্থ্য বিধি মেনে, সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মেডিকেল টেকনোলজিস্টদের পি পি ই সেবা নিশ্চিত করে আমাদের ডায়বেটিস সমিতির সকল
কার্যক্রম অব্যাহত রেখেছি। করোনা ভাইরাসে ডায়বেটিস রোগীদের আক্রান্ত হবার ঝুঁকি বেশি থাকে।এমতাবস্থায় নিয়মিত ভাবে এ পর্যন্ত প্রায় দেড় লক্ষ লিস্টেড মানুষকে সেবা প্রদান করেছে পাবনা ডায়বেটিস সমিতি,পাবনা গাছপাড়া ডায়বেটিস সমিতি ও কাশিনাথপুর ডায়বেটিস সমিতি। করোনাভাইরাসের মহামারী ভয়কে জয় করে যে সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীগণ আমাদের নিয়মিত সেবা প্রদান নিশ্চিত করছেন তাদেও এই অতুলনীয় দৃষ্টান্ত মানব ইতিহাসে বিরল।
তিনি আরও জানান, আমরা সকলেই যদি হোম কোয়ারেন্টাইনে চলে যাই তাহলে দেশের এই অবস্থায় আমাদের দেশবাসীর পাশে কে দাঁড়াবে ?’’ তাই যারা স্বাস্থ্যসেবা কার্যক্রম নিশ্চিত করছেন তাদের পাশাপাশি , মানবতার সেবায় সকলকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। পাবনা করোনা ভাইরাসের মহামারী উপেক্ষা করেও পাবনা ডায়বেটিস সমিতির স্বাস্থ্যকর্মী গণ প্রতিদিন তাদের সকল সেবাদান কার্যক্রম চালু রেখেছে। এর মধ্যে ডায়বেটিস পরীক্ষা , চক্ষু পরীক্ষা , দাঁত,নাক,কান ও গলা সহ শিশু ও প্রাপ্ত বয়স্কদের সকল ধরনের নমুনা
সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম অব্যাহত রেয়েছে।