প্রধানমন্ত্রী নির্দেশনায় কৃষকসমাজকে ধান মাড়াইয়ের মেশিন প্রদান করা হচ্ছে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, কৃষকদের উন্নয়নে সব সময় পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পুরণে বদ্ধপরিকর। করোনাভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকসমাজকে ধান মাড়াইয়ের মেশিন প্রদান করা হচ্ছে।
৪ জুন ২০২০ বৃহস্পতিবার কাহারোল উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি মন্ত্রনালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় উপজেলায় মো. শরিফুল ইসলামকে কম্বাইন হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, কাহারোল থানার ওসি মনোজ কুমার, কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু জাফর মো. সাদেক।
এর আগে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ইউনিয়ন পর্যায়ে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।
এদিকে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০১৯-২০২০ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-১১ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ২২ জন প্রদর্শনী চাষীদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।