জাতিসংঘ ঘোষণা দিয়েছে দেশের গুম হত্যা জন্য শেখ হাসিনা দায়ী -দুলু

নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা খুনি। গত ১৫ বছরে ও জুলাই বিপ্লবে দেশে যত গুম হত্যা হয়েছে জাতিসংঘ ঘোষণা দিয়েছে এর জন্য শেখ হাসিনা দায়ী। এসব গুম হত্যার জন্য শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইবুনালে করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান আহম্মেদ আজম খান। জনসভায় দুলু আরো বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি ভালো নয়। দিন দিন আইন শৃংখলার অবনতি হচ্ছে, দ্রব্য মূল্য বাড়ছে। সারা দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষন, লুটপাট ও চাঁদাবাজী এবং ঢাকার যানজট বেড়্ইে চলেছে। দুলু বলেন, তাই অন্তবর্তি সরকারকে অনুরোধ ২০ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। নির্বাচন আর দেরি করা যাবে না। দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্থান্তর করে বিদায় নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১দফা দিয়েছেন নির্বাচিত সরকার সেই ৩১ দফার মাধ্যমেই দেশের প্রয়োজনীয় সকল সংষ্কার করবে। দুলু আরো বলেন, নাটোরের সন্ত্রাসী সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল প্রকাশ্য দিবালোকে ছাত্রদল নেতা সুজনকে হত্যা করেছে। সুজনের শোকে কিছু দিনের মধ্যে তারা বাবা-মা মারা গেছে। সম্প্রতি তার স্ত্রীও মারা গেছে। নাটোরে আওয়ামী লীগ অসংখ্য বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীকে হত্যা করেছে। যুবদল নেতা রাকিব ও রায়হানকে হত্যা করে আওয়ামী লীগ উলটো বিএনপির নামে মামলা দিয়েছে। ১৫বছর আগে প্রকাশ্য দিবালোকে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানা উল্লাহ নূর বাবুকে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। আজো বাবু হত্যার কোন বিচার হয়নি। দুলু বলেন, সকল হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ নেতাকর্মীদের আগামী দিনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস কে উদ্দ্যেশ্যে করে বলেছেন, আপনি নোবেল বিজয়ী। ফকরুদ্দিনের মতো আপনাকে অপমানজনক ভাবে বিদায় করতে চাই না। আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই। তাই নির্বাচন দিন। নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করেন। এই সরকারের আমলে আইন শৃংখলার অবস্থার অবনতি হচ্ছেই হচ্ছে। সারা দেশে চুরি ডাকাতি রাহাজানিতে ভরে গেছে। বিদেশী বিনিয়োগ কমে গেছে। সকল রাষ্ট্র অপেক্ষা করছে নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ করবে। নির্বাচিত সরকার ছাড়া সমৃদ্ধি গনতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। দেশের মানুষের জন্য নির্বাচন চাই।

নাটোরে জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ,দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, মোস্তাফিজুর রহমান শাহীন, বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।