মধ্যনগরে জলমহাল তিরবর্তি সমিতির ইজারা বন্ধবস্ত লিজ পাওয়ার দাবী


সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার মাসকান্দা মৌজা মরিচাকুড়া উড়ি কুড়ি জলমহাল ইজারা বন্ধবস্ত লিজ পাওয়ার দাবী করছে তিরবর্তি একতা মৎস্য ও সমবায়সমিতি লিঃ। এর সভাপতি অয়াজু মিয়া ও সাধারন সম্পাদক শাহালম মিয়া। তাদের দাবীর প্রেক্ষিতে আওয়ামীলীগ নেতা মোঃ মুখশেদ তালুকদার জানায়, জলমহালটি ইজারা পাওয়ার জন্য দুটি সমিতি আবেদন করেছে, একতা মৎস্য ও সমবায়সমিতি লিঃ এবং আশিখান মৎস্য জীবি সমিতি, এর মাধ্যে তিরবর্তি হিসেবে একতা মৎস্য ও সমবায়সমিতি লিঃ রয়েছে, দুরবর্তি হিসেবে আশিখান সমিতি অথচ যার দূরুত্ত প্রায় ৭ কিঃ মিঃ রয়েছে। সরকারের জলমহাল ইজারা নিতীমালা অনুযায়ী তিরবর্তি সমিতিকে সরকার ইজারা দেওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। একতা মৎস্য  ও সমবায়সমিতি লিঃ অধিকার সুত্রে  সমিতির সদস্য গন জানায় জলমহালটি ধর্মপাশা উপজেলা পরিষদে নিয়মিত সরকার কতৃক ইজারা দিয়ে থাকেন, এরিমাঝে দুই মাস আগে ইজারা পাওয়ার জন্য সমিতির সভাপতি  প্রয়োজনিয় কাগজপত্র সহ লিখিত আবেদন করেছেন, ইতিমধ্যে কতৃপক্ষর ইজারা দেওয়ার প্রকৃয়া চলছে। সরকারের প্রজ্ঞাপন নিতীমালা উনুযায়ী জলমহালটি আমার সমিতি  ইজারা পাওয়ার আমি আশাবাদী, তিরবর্তি হিসেবে আমার সমিতির শতভাগ অধিকার রয়েছে। তাই আইনি অধিকার বাস্তবায়নে আমাকে বন্ধবস্ত দেওয়ার জন্য সরকারের কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।