মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি মেম্বার লুৎফুর রহমানের বিরুদ্ধে রাস্তার সরকারী ইট তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘঠনায় গত ২৮ মে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বরারবর লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এলাকাবাসী। অভিযোগ সুত্রে জানা গেছে- তুলাপুর গ্রামের ভিতরের ইট সলিং রাস্তায় ইট তুলে মাঠি ভরাটের কাজ করান ইউপি সদস্য লুৎফুর মেম্বার। মাঠি ভরাটের কাজ শেষ হলে পুনরায় রাস্থায় ইট দেওয়া হবে বলে গ্রামবাসীকে আশ্বস্থ করেন। কিন্তু চলতি বর্ষা মৌসুমে গ্রামের একমাত্র রাস্তাটি পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় গ্রামবাসী মেম্বারকে অনুরোধ করেন রাস্তা থেকে তুলে নেওয়া ইটগুলা পুনরায় রাস্তায় দিয়ে জনদুর্ভোগ কিছুটা কমানোর জন্য। কিন্তু ইউপি মেম্বার গ্রামবাসীর অনুরোধের অনেকদিন পরও রাস্তায় পুরাতন ইট গুলা না দেওয়ায় তারা খোঁজ-খবর নিয়ে জানতে পারেন লুৎফুর মেম্বার রাস্তা থেকে তুলে নেওয়া সরকারী ইট গুলা বিভিন্ন জনের কাছে বিক্রি করে দিয়েছেন। এলাকাবাসী সর্বশেষ কোন উপায়ন্তর না দেখে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে লিখিত অভিযোগ দেন। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য লুৎফুর রহমান জানান, গ্রামবাসীর সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলছে। আর সে কারনেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। তবে রাস্তার ইটের ব্যাপারে তিনি বলেন, পি আই ও সাহেব নিজে এসে আমাকে মাপ-ঝোক দিয়ে বলেছে কতটুকু ইট তুলতে পারব। সে হিসেবে আমি ভাঙ্গাচোড়া আনুমানিক ৪/৫ শত ফুট ইট তুলেছি। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।