বগুড়ায় পুকুর নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হলো ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ফিরোজ শেখ (৩২) । ঐ ঘটনায় মশিউর ও ইমরান নামের আরো দুই জন আহত হয়েছে। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) ভর্তি করা হয়েছে ।এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার। নিহত ফিরোজ শহরের চকসুত্রাপুর চাপড় পাড়া এলাকার ফজলার রহমানের ছেলে। আহত মশিউর ও ইমরান জানান, পুকুর নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ ছিল। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জহুরুল নগর ব্যাংক পাড়া এলাকায় মাহী ছাত্রবাসে আমরা একসাথে বসে গল্প করছিলাম এ সময় ১৫/২০ জনের প্রতিপক্ষের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে উপর্যুপুরি আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ফিরোজ মারা যায়। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, মাহী ছাত্রবাসে একদল সন্ত্রাসীর হামলায় ফিরোজ নিহত হয়। আহত অপর দুইজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডটি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজনদের খোঁজ নেয়া হচ্ছে। জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, নিহত ফিরোজ ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তিনি।