বিশ্বনাথে ঈদের জামাত হবে মসজিদে মসজিদে

নবেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিলেটের বিশ্বনাথ উপজেলায় এবারের পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে প্রত্যেক মসজিদে। স্বাস্থ্যবিধি অনুসরণ করেই পড়তে হবে ঈদের জামাত। জনসমাগম রোধে নিষেধ করা হয়েছে ঈদগাহে জামাত আয়োজনের। এবার কোন ঈদগাহে ঈদের জামাত না পড়তে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। বলা হয়েছে, সামাজিক দূরত্ব মেনে মসজিদে ঈদের জামাত আদায়ের। একটি মসজিদে প্রয়োজনে করা যেতে পারে একাধিক ঈদের জামাত। নির্দেশনার মধ্যে রয়েছে,  জামাতে আগে জীবাণুনাশক দ্বারা মসজিদ পরিস্কার করা, মসজিদে কার্পেট না বিছানো, সবাই মাস্ক পরে মসজিদে প্রবেশ করা, দূরত্ব বজায় রাখা, জামাত শেষে কোলাকুলি  ও হাত না মেলানো, সবাই নিজ নিজ জায়নামাজ নিয়ে আসা ইত্যাদি।এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলার সকল মসজিদে এ বার্তা প্রেরণ করা হয়েছে।