পাবনায় র্যাব-১২’র অভিযানে ৪টি অস্ত্র, ৭টি হাতবোমা, ১০রাউন্ড গুলি এবং ১টি রামদাসহ ৩ জন ডাকাত দলের সক্রিয় সদস্যদের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো ০১. পাবনা সদরের দক্ষিণ আটুয়া’র চামড়ার গোডাউন এলকার মো. মোনয়ারুল এর ছেলে মো. সোয়াদ আলম আপেল, ০২. শহরের পশ্চিম সাধুপাড়া মহল্লা’র মৃত মোস্তফা’র ছেলে মো. সুমন এবং ০৩. শহরের পশ্চিম সাধুপাড়া মহল্লা’র মৃত আব্দুস সামাদ এর ছেলে মো. রফিক।
র্যাব-১২’র পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে শনিবার (২৩’ মে) ভোররাতে র্যাবের একটি বিশেষ দল পাবনা সদরের দক্ষিণ আটুয়া’র চামড়ার গোডাউন এলকার অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ০৪টি অস্ত্র, ০৭টি হাতবোমা, ১০রাউন্ড গুলি এবং ০১টি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা বড় ধরনের ডাকাতি ও অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর জন্য সঙ্গবদ্ধ হচ্ছিল।
আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।