মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রবিবার (২৩ ফেব্রুয়ারী) প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও প্রাথমিক শাখার ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ একই দিনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য মোঃ আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সুজন।
অতিথি হিসেবে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ ও প্রতিষ্ঠানের রেডিসেন্সিয়াল শাখার অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। এসময় সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি হাজী মুরাদ হোসেন, বিএনপি নেতা গোলজার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী, শিক্ষকমন্ডলী, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।