নিজস্ব প্রতিবেদকঃ নিজের বেতন ঈদ উৎসবের সব টাকায় কেনা জামা কাপড় ও ঈদ সামগ্রী ২ শতাধিক স্কুল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন এক শিক্ষকা। বুধবার সকাল পর্যন্ত ধুনট উপজেলার বেলকুচি, চান্দারপাড়া এলাকায় বাড়ী বাড়ী গিয়ে ১০২ শিক্ষার্থী ও করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় গরীব মানুষের হাতে নতুন জামা কাপড় ও ঈদ সামগ্রী তুলে দেন।
ফৌজিয়া বিথী ধুনট উপজেলার বেলকুচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের কন্যা ফৌজিয়া বিথি। এর আগে তিনি করোনা সচেতনতায় ২ হাজার মাস্ক তৈরী করে সাধারন মানুষের মাঝে বিতরণ ও নিজের ছাগল জবাই করে গোস্ত রাতেই অসহায় কর্মহীন মানুষের বাড়ীতে পৌছে দেন।
এ বিষয়ে বিথি বলেন, করোনাভাইরাসের কারনে অনেক ছাত্রছাত্রী বাসায় রয়েছে। তাদের পরিবারের হাতে কোন কাজ নেই। বাড়ী বাড়ী গিয়ে ছাত্র ছাত্রীদের লেখাপড়া করাতে গিয়ে অনেক ছাত্র ছাত্রী আমাকে বলে আপা আপনি কি কিনেছেন। আমার বাবা জামা কাপড় দিবে না। তাই বেতন বোনাসের সব টাকায় নতুন জামা কাপড় দিয়েছি। তিনি করোনাভাইরাস থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না যাওয়ার পরামর্শ দেন।