বড়াইগ্রামে প্রথমবারের মত আট পুলিশসহ ৯ জনের করোনা সনাক্ত

নাটোরের বড়াইগ্রামে কোন উপসর্গ ছাড়াই প্রথমবারের মতো আটজন পুলিশ সদস্যসহ মোট ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার রাত ৯ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায় এ তথ্য জানান।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে বড়াইগ্রাম থানায় কর্মরত ৭ জন ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একজন সদস্য রয়েছেন, অপরজন গোপালপুর ইউপি সদস্য। নাটোর জেলার অন্যান্য উপজেলায় ইতিপূর্বে করোনা রোগী শনাক্ত হলেও বড়াইগ্রামে এই প্রথম শনাক্ত হলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান, বড়াইগ্রাম থানার ৭ পুলিশ সদস্যকে বড়াইগ্রাম পৌর হলরুমে, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য এবং গোপালপুরের ইউপি সদস্য নিজ নিজ রুমে কোয়ারেন্টাইনে চলে গেছেন। একই সঙ্গে করোনা শনাক্তকৃতদের সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, আক্রান্তদের ৭ দিন আগে নমুনা নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার উপসর্গ দেখা যাচ্ছে না তাদের। পুলিশ সদস্যরা নিজস্ব উদ্যোগে নমুনা দিয়েছিলেন। উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।