করোনা বিস্তার রোধে পাবনায় অনিদিষ্টকালের জন্য সকল মার্কেট বন্ধ ঘোষণা

 করোনা সঙ্কটময় পরিস্থিতির কারণে ব্যবসায়ী, ক্রেতা ও ভোক্তাদের কথা চিন্তা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১০ মে থেকে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেন। কিন্তু সামাজিক ও শারীরিক দুরত্বসহ স্বাস্থ্য বিধির শর্ত না মানায় পাবনার নীতি নির্ধারক ও সচেতন মহল করোনা বিস্তার নিয়ে দুঃশ্চিন্তায় পরেন। 
সোমবার (১৮’ মে) দুপুরে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেম্বার অব কমার্সের নেতৃবন্দ ও প্রশাসনের করোনা বিষয়ক এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাপক আলোচনার পর স্বাস্থ্য বিধির শর্ত না মানায় জেলা প্রশাসন সোমবার বিকেল ৪টা থেকে পাবনা শহরের ওষুধের দোকান ও জরুরি সেবা ছাড়া সকল প্রকার দোকানপাট শপিং মল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ,পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড  ইন্ডাট্রিজ’র সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনিসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রমুখ।