গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের বেহাল দশা। ভবনটি নির্মাণের পর থেকে বাউন্ডারী ওয়াল ও পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। বর্ষাকালে উপজেলা পরিষদ চত্বরের জমানো পানি ব্যাংক ভবনের সামন দিয়ে নিস্কাশন হওয়ায় মাটি ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সে কারণে গ্রাহকরা অতিকষ্ট করে যাওয়া আসা করছে। পাশাপাশি বাউন্ডারী ওয়াল না থাকায় স্থানীয়রা ভবনের সামনে ময়লা আর্বজনার ভাগার খানায় পরিণত করেছে। সবমিলে নতুন ভবনটি দিন দিন ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। আমার বাড়ি আমার খামার প্রকল্পের একজন কর্মকর্তা জানান, ২০১৬ সালে ব্যাংক ভবনটি নিমার্ণ করা হয়। এরপর থেকে পানি নিস্কাশন ড্রেন এবং মাটি ভরাটের জন্য কয়েক দফা উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত ড্রেন নিমার্ণ এবং মাটি ভরাটের ব্যবস্থা করা হয়নি। উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান জানান, বিষয়টি জেনেছি এবং দেখেছি। বরাদ্দ না থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না।