বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া চেলোপাড়ায় করোনা রোগী শনাক্তের পর প্রশাসনের নির্দেশে অবরুদ্ধ বা লকডাউন হয়ে আছে ১৮টি পরিবার। করোনা দুর্যোগের দরুণ লকডাউন হওয়া পরিবারের পাশে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের দিকনির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ চেলোপাড়ায় উক্ত লকডাউন এলাকায় নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তাদের সপ্তাহব্যাপী খাদ্যসামগ্রী পৌঁছে দেন সংগঠনের পৌর কমিটির সভাপতি সমাজসেবক পরিমল প্রসাদ রাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়ের ব্যবস্থাপনায় বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখর রায়, কার্যনির্বাহী সদস্য জয় কুমার দাস এবং নিরব রায়। ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রতিটি পরিবারকে খাদ্যসামগ্রীস্বরুপ প্রদান করা হয় ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, তেল, ১ কেজি পেঁয়াজ, সেমাই এবং গুড়া দুধসহ অন্যান্য খাদ্যসামগ্রী।