বুলেট

সেই দিন আর দুরে নেই,
বুলেটের ভার বইবে শিশু!
মানুষ মারার ক্যাচাকলে ,
ভয় পাচ্ছেন কৃষ্ট, যীশু।

ভাতের গায়ে বারুদ লেগে ,
পেটে যেন সিংহ জেগে !
আমরা নাকি শান্তি চাই,
মিরজাফরের ভায়রাভাই!

রাজনৈতীক সন্ত্রাসীরা
দেশকে লাটে তুলল যারা,
বিশ্ব এখন সন্ধি প্রেমে ,
সাধু-শয়তান বন্দি,এক ফ্রেমে।

বুলেটই এখন শক্তিশালী,
কলম খালি ছেটায় কালি॥