বীরগঞ্জে সরকারী সুলভ মূল্যের খাদ্য সহায়তার কর্মসুচীর অধিন সুবিধা ভোগির (১০/- কেজি)’র চাল নিয়ে দুর্নীতি ইউপি চেয়ারম্যান খালেকের বিরুদ্ধে দুদক উপ-পরিচালক বরাবর অভিযোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে সরকারী সুলভ মূল্যের খাদ্য সহায়তার কর্মসুচীর অধিন সুবিধা ভোগির (১০/-কেজি)’র চাল নিয়ে দুর্নীতি ও আত্মসাত বিষয়ে ইউপি চেয়ারম্যান খালেকের বিরুদ্ধে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন সমন্নিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর অভিযোগ করা হয়েছে। অভিযোগের অনুলিপি সভাপতি জেলা ত্রান কমিটি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, প্রেসক্লাব বীরগঞ্জ ও দিনাজপুর বরাবর প্রদান করা হয়েছে।

নিজপাড়া ইউনিয়নের সুবিধা ভোগির পক্ষে-উপজেলার নিজপড়া ইউনিয়নের ৪ নং-ওয়ার্ডের চকবাারশি গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ আবু হানিফ অভিযোগ করেন মোঃ আব্দুল হাই কার্ড নং-২১৯। গত ২৯/০৯ /২০১৬ইং হতে সুলভ মূল্যের চাল উত্তোলন করতেন। ইউপি চেয়ারম্যান খালেক সরকার গত ২০/০৯/২০১৯ইং কোন কারন ছাড়াই আব্দুল হাই ও অন্যদের কার্ডগুলি ফেরৎ নেন। কার্ডগুলি দিব দিচ্ছি দীর্ঘ দিন ধরে কার্ডের চাল উত্তোলন ও আত্মসাত করার এক পর্যায় গত ২২/০৪/২০২০ইং তারিখে কার্ডগুলি ফেরৎ দেন।

ফেরৎ দেয়া কার্ডগুলিতে ০৮/১০/২০১৯, ০৬/১১/২০১৯ ইং ও ১৬/০৩/২০২০ইং জাল ও ভূয়া স্বাক্ষরে (১০/-কার্ডে)’র চাল উত্তোলন আত্মসাত করেছে। চাল উত্তোলনের বিষয়ে ইউপি চেয়ারম্যান খালেক সরকারের কাছে জানতে গেলে সুবিধা ভোগি ও অভিযোগকারীদের সাথে দুর্ব্যবহার করে ১০/-টাকার চালের কার্ডগুলি ছিনিয়ে নিয়ে তাদেও সকলকে তাড়িয়ে দেয়।

একই ভাবে সাইদুল ইসলাম, নাসির উদ্দিন, আছির উদ্দিন, মোঃ আলমাছ এর কার্ডের চাল উত্তোলন ও আত্মসাত করেছে। এ ছাড়াও মৃত ব্যাক্তি-হাছেন আলী, মৃত ব্যাক্তি-নুরু মিয়ার কার্ডের চাল উত্তোলন ও আত্মসাত করেছে।

সুবিধা ভোগির পক্ষে অভিযোগ করার কারনে গরীবের চাল আত্মসাতকারী ইউপি চেয়ারম্যান খালেক সরকার অভিযোগকারী আবু হানিফ কে হত্যার হুমকি দেয়ায় থানায় জিডির অভিযোগ করেছেন।