সিলেটের বিশ্বনাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রহমান মূসা।
রোববার প্রশাসনিকভাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস রয়েছে বলে জানানো হয়। তবে এর পূর্বে তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিলোনা বলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ কামরুজ্জাামান জানান।
তিনি বলেন, গত ৪ মে ডা: আব্দুর রহমান মূসার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। রোববার প্রশাসনিকভাবে নমুনা পরীক্ষার ফলাফল প্রজেটিভ বলে তাকে জানানো হয়েছে। তিনি বর্তমানে পরিবার থেকে সম্পুর্ণ আলাদা হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রয়েছে। এনিয়ে উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন।
এব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুর রহমান মূসা বলেন, এবিষয়ে মন দুর্বল করার কিছুই নেই। কারণ তিনি মানুষের সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সুস্থ্যতার জন্য উপজেলাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।