সাঁথিয়ায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত যুবকের ২ হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনা সাঁথিয়ায় চুরি, ডাকাতি মারামারিসহ নয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল ( ৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। আজ (২০ ফেব্রুয়ারী) দুপুর সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে এঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে হাত কাটা কব্জির সন্ধান পাইনি পুলিশ।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সে একজন ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।