দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এবং মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সিনিয়র আইনজীবি মাহবুবুল আলম শামীম, সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এক বিবৃতিতে সিনিয়র ফটো সাংবাদিক, দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের প্রতি নিষ্টুর আচরণে গভীর উদ্বেগ উৎকন্ঠা ও তীব্র নিন্দা প্রকাশ করে বলেন- বেশ কিছু দিন তিনি গুম ছিলেন এ নিয়ে সাংবাদিক অংগনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। রাষ্ট্রের চতুর্থ নম্বর সেক্টর হচ্ছে গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা। সংবাদপএের স্বাধীনতার নামে সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম এর হাতে হাত কড়া পড়িয়ে কারাগারে প্ররনের সংবাদ ও সংবাদ দেখে জাতি খুবই মর্মাহত। অথচ একুশে টিভিতে নারী সাংবাদিকদের অত্যাচারে দায়ে অভিযুক্ত বুলবুল গংরা থাকেন জামাই আদরে। এর মাজেযা দেশ বাসি বুঝে। নেতৃবৃন্দ অবিলম্বে জনাব শফিকুল ইসলাম উপর হামলা,মামলা তুলে নিয়ে তার আশু মুক্তির দাবি করে বলেন সিনিয়র সাংবাদিক কাজল এর প্রতি এই নিষ্টুর আচরণে বিবেকবানরা হতবাক। অপর এক বিবৃতিতে এই প্রাণঘাতি পড়ারফ-১৯ আঘাতে বিশ্বের ন্যায় বাংলাদেশ আজ আক্রান্ত। লক-ডউন এর ফলে এক মহা মুছিবত চলছে। এই মুছিবতে কিছু হৃদয়বান ব্যক্তি ও বাসাবাড়ি মালিকদের মানবিকতার প্রতি ভুয়োসী প্রসংশা করে তাদের প্রতি প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেন অনেক আয়ের উৎস থাকা সত্ত্বেও এক শ্রেণির বাসাবাড়ি মালিকরা এই মহাদুর্যোগে ভাড়াটিয়াদের প্রতি মানবিক আচরণ দেখাতে ব্যর্থ হয়েছেন সেই সব বাসাবাড়া দোকান মালিকদের খোজখবর নিয়ে সংলিস্ট কতৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানান।