আজ যবিপ্রবিতে আরো ১৩ জনের করোনা শনাক্ত

ইয়ানূর রহমান : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪ জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।

জেনোম সেন্টারের সহকারি পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ জানান, ১৩জনের মধ্যে যশোর জেলার ২৩ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ঝিনাইদহের ১৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, চুয়াডাঙ্গার ৫ জনের নমুনা পরীক্ষায় করে ৫ জন ওমেহেরপুরের ১৬ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ শনাক্তহয়। বাকি ৪৬ জনের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। তিনি জানান, ফলাফল ৪ জেলার সিভিল সার্জনের কাছে ই-মেইলে পাঠানো হয়েছে।