করোনায় আক্রান্ত বিশ্বনাথের গৃহবধূ

হাসপাতালে সন্তান প্রসব করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ঘুড়াইল গ্রামের সুমন মালাকারের স্ত্রী শান্তি রাণী মালাকার (২০)। নমুনা টেস্টে পজেটিভ রিপোর্ট হাতে পাওয়ার সাথে সাথেই আজ মঙ্গলবার (৫ মে) বিকেলে করোনায় আক্রান্ত শান্তি রাণী মালাকারের বাড়ি’সহ আশপাশের ৪টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শান্তি রাণী মালাকারকে নিজ বাড়িতেই আইসোলেশনে ও ৪ বাড়িতে বসবাসরত ১৭জন লোককে হোম কোয়ারিন্টাইনে রাখা হয়েছে।জানা গেছে, সপ্তাহ খানেক পূর্বে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি সন্তান প্রসব করেন শান্তি রাণী মালাকার। তিনি হাসপাতালে থাকাকালীন সময়ে তার মধ্যে করোনার উপসর্গ (কাশি) দেখা দিলে শরীর থেকে নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়। কিন্ত ওই রিপোর্ট আসার পূর্বে হাসপাতাল থেকে শান্তি রাণী মালাকার নিজ বাড়িতে ফিরেন এবং প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরিবারের সবাইকে নিয়ে হোম কোয়ারিন্টাইনে ছিলেন। পরবর্তীতে আজ মঙ্গলবার শান্তি রাণীর নমুনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তার শরীরে করোনার কোন উপসর্গ না থাকায় তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে এবং প্রশাসনের নির্দেশে স্থানীয় ইউনিয়ন পরিষদ ওই পরিবারকে খাবার সর্বরাহ করছে।লকডাউন ঘোষণাকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুসা, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ থানার এসআই অরূপ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, জনস্বাস্থ্য অধিপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ প্রমুখ।