আসবে সুপ্রভাত

কত নির্ঘুম রজনী কেটে গেল
অথচ পাইনি দেখা
আসেনি সেই ভোর।
খোলেনি দ্বার,
আজও করুনার।
কত প্রতীক্ষা, কতশত চাওয়া
আসবে কি প্রভাত?

কাটে না আঁধার,
আসে না প্রভাত!
আলোকিত ভোরের সূর্য
বাজিয়ে রণ তূর্য।

তবুও আসবে বলে-
আশায় বাঁধি বুক
অন্তরে জাগে সুখ।
প্রতীক্ষিত সেই শুভ লগন
দেখবো বলে- সোনালী গগন ,
পূর্ণিমার চাঁদ মায়াবী রাত
আঁধারে আলোর খেলা
ভাসিয়ে মেঘের ভেলা।
উঠবে বুঝি এবার
সংশয় নেই আর!

চারদিক মুখরিত
হাওয়ায় আন্দোলিত।
যাবে বুঝি কালরাত,
আসবে সুপ্রভাত।

কার্নিশ উর্বশী