গুলিবিদ্ধ হওয়ার একদিন পর পশতুন তাহাফুজ মুভমেন্টের (পিটিএম) নেতা আরিফ উজির মারা গিয়েছেন। শনিবার পাকিস্তানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়ায়ানায় তার বাড়ির কাছে অজ্ঞাত ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি আহত হন।গুরুতর আহত অবস্থায় তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ইসলামাবাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওয়াজির চাচাত ভাই মুহাম্মদ আলী উজির একটি বিবৃতিতে বলেছেন, তার শরীরে তিনটি গুলি করা হয়েছিলেন।
শনিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ বলেছে, আরিফ উজিরের উপর হামলার কার্যকর তদন্ত করতে হবে এবং সন্দেহভাজন অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালে ওয়ানার কাছে জঙ্গি হামলার আরিফ উজিরের পরিবারের সাত সদস্য নিহত হয়েছিল।