পাবনায় করোনা ভাইরাস (কোভিট-১৯) মোকাবেলায় সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (০২’মে) দুপুরে পাবনা সার্কিট হাউস ভিআইপি অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালযের সচিব (ত্রাণ বিষয়ে পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত) সেলিম রেজা।
তিনি
বলেন, জেলার বিভিন্ন শ্রেণীর মানুষদের তালিকা সঠিক নিয়মে প্রস্তুত,
সুষ্ঠুভাবে ত্রার্ণ বন্টণ, আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখা, স্বাস্থ্যসেবা বৃদ্ধি ও
অর্থনৈতিক কার্যকলাপসহ বিভিন্ন কাজে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সুশীল
সমাজ সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন,
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ত্রাণ বিতরণে কোন অনিয়ম দূর্ণীতি কঠোর
হস্তে দমন করা হবে। জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাউকে ছাড় দেওয়ার সুযোগ
নেই।
পাবনার
জেলা প্রশাসক কবীর মাহমুদ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী
আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল
রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম, সিভিল সার্জন ডা:
মেহেদী ইকবাল, সেনাবাহিনীর প্রতিনিধি লে.কর্ণেল তানভীর হাসান, পাবনা
সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা চেম্বার অব কমাস
ইন্ডাষ্ট্রিজ’র সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক সৈকত আফরোজ আসাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ
হোসেন, পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলী
মর্তৃজা বিশ্বাস সনি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ।