যশোরে পল্লীতে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ইয়ানূর রহমান : যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া খাতুন(৩) ও
সুমাইয়া খাতুন(২) নামের ২চাচাতো বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮
ফেব্রুয়ারী) সকালে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে এঘটনা
ঘটে।

নিহতের দাদা আনোয়ার গাজী বলেন, দুই নাতনি পরিবারের সদস্যের সঙ্গে
পুকুরপাড়ে যায়। সবাই যখন মাছ ধরার কাজে ব্যস্ত ছিল তখন তারা পুকুরপাড়ে
দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে সুমাইয়া ও সুরাইয়াকে দেখতে না পেয়ে
পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। পরে তাদেরকে পুকুরে ভাসতে দেখা যায়।
তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নিউজ লেখা পর্যন্ত মঙ্গলবার বিকাল ৩টা শিশু দুটির লাশ নিজ বাড়িতে রয়েছে
বলে জানাগেছে।