বিশ্বনাথে নারায়ণগঞ্জ ফেরত ৩ জনের নমুনা সংগ্রহ

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে কাভার্ড ভ্যানে করে নারায়ণগঞ্জ ফেরত পুরানগাওঁ গ্রামের ১৫ জনের মধ্যে তিনজনের করোনা ভাইরাস যাচাইয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান এড. মোহাম্মদ আলমগীর ৩ জনের নমুনা সংগ্রহের তথ্য নিশ্চিত করেন।
এদিকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সরকারী নম্বরে কল করে উপজেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা জানতে চাইলে মেডিকেল অফিসার ফারজানা ইয়াসমিন অপারগতা প্রকাশ করেন এবং হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করার পরামর্শ দেন। একই সাথে এভাবে তথ্য দেওয়া যাবে না বলেও জানান।
তবে রামপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ জানান, পুরানগাওঁ গ্রামের নারায়ণগঞ্জ ফেরতের বাড়িতে গিয়ে একটি পরিবারের ২ জন পুরুষ ও ১ জন নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে নারায়ণগঞ্জ ফেরত সবাইকে সরকারি আইন মেনে চলার জন্যও অনুরোধ জানিয়েছেন নমুনা সংগ্রহকারী দল।