নওগাঁর আত্রাইয়ে মহান মে দিবসে জাতীয় শ্রমিক লীগের ফ্রি সবজি বিতরণ

মহান মে দিবস আজ। আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকদের অধিকারে এ দিবসটি এমন সময় পালিত হতে যাচ্ছে যখন বাংলাদেশসহ বিশ্বের লাখ লাখ শ্রমিকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। করোনার প্রভাবে কলকারখানা ও উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। এর প্রভাবে দেশের অর্থনীতি ঝুঁকিতে রয়েছে। ফলে শ্রমিকদের সামনে এখন মানবেতর জীবন যাপনের হাতছানি।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে মে দিবসটি যথাযথভাবে পালিত হয়ে থাকে। কিন্তু করোনার কারণে দিবসটি পালনে এবার নেই বিশেষ কোন কর্মসূচী আলোচনা সভা ও র‌্যালী। অনেকটা অনাড়ম্বর ভাবে পালিত হতে যাচ্ছে দিবসটি। এ দিকে মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার দুপুরে দলীয় কার্যালয় সন্মুখে নওগাঁর আত্রাই জাতীয় শ্রমিক লীগ বিনা মূল্যে ২ শতাধীক কর্মহীন শ্রমিকদের মাঝে ফ্রি সবজি বিতরন করে। বিতরণ কৃত সবজি হলো লাউ, মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, পুঁইশাক,লাল শাক, করলা ইত্যাদি শাক- সবজি। সবজি বিতরন কালে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ আত্রাই শাখার সভাপতি আব্দুস ছালাম (কালু) সাধারণ সম্পাদক সরদার সোয়েব, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, উপজেলা ছাত্র লীগ সভাপতি মাহদী মসনদ স্বরুপ,পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু হাসান, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মফিজ উদ্দিন, আবদুর রশিদ প্রাং, আব্দুস ছাত্তার শেখ,ছাত্র লীগ নেতা বাদশা ,শ্রাবন প্রমূখ।