মহান মে দিবস উপলক্ষে সদ্য প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি’র পরিবারের পক্ষ হতে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে আলহাজ্ব হাই স্কুল মাঠে এমপি পুত্র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য গালিবুর রহমান শরীফ পাঁচ শতাধিক শ্রমিকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। বেকার হয়ে যাওয়া শ্রমিকদের মধ্যে ছিলো, চাতাল শ্রমিক, রিক্সাচালক, ভ্যানচালক, অটোচালক, সিএনজি চালক ও দিনমজুর। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি ডাল, দেড় লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও একটি সাবান।
এসময় গালিব শরীফ বলেন, আমার বাবা সবসময় ঈশ্বরদী ও আঘোরিয়ার অসহায় মানুষের পাশে থেকে সকল সংকটাপন্ন পরিস্থিতিতে সহায়তা করে গেছেন। আজ তিনি নেই। আমরা তাঁর সন্তানরা করোনা পরিস্থিতিতে আজ বেকার হয়ে পড়া অসহায় শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে বাবার ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রচেষ্টা করছি। এই দূর্যোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা অসহায় মানুষদের সহযোগিতা করে যাব। যাতে এই এলাকার কোন মানুষই খেতে না পওয়ার কষ্ট ভোগ করেন।
পরে প্রয়াত এমপি’র মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।