সুন্দরগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন বেলকা মজিদপাড়া স্কুলের শিক্ষক কর্মচারিরা

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক কৃষকের ধান কেটে দিলেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিরা। আজ বৃহস্পতিবার উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের কৃষক আব্দুল গনি মিয়ার ১ বিঘা জমির ব্রি-২৮ ধান কেটে দেন শিক্ষক- কর্মচারিরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডলের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের নেতৃত্বে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেকেন্দার আলী সরকার, সহকারি শিক্ষক মুসলিম আলী, আব্দুর রহিম, করিব হোসেন সরকার, হায়দার আলী, সাইফুল ইসলাম, উজ্জল বিকাশ রায়, সেলিম মিয়া, মাহফুজার রহমান, সুজন চন্দ্র সরকার, কর্মচারি আব্দুল আউয়াল ও গনি মিয়া ১ বিঘা জমির ধান কেটে দেয়। করোনা ভাইরাসের কারণে দিনমজুর সংকটের সময় সম্মানিত শিক্ষক- কর্মচারিগণ ধান কেটে দেয়ায় মহাখুশি কৃষক আব্দুল গনি মিয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল জানান, দেশের এই সংকটের সময় সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে এক সারিতে দাড়িয়ে কাজ করা প্রয়োজন। বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারিরা উপজেলায় এক দৃষ্টান্ত স্থাপন করল। শিক্ষা অধিদপ্তরের পক্ষ হতে শিক্ষক- কর্মচারিদের অভিনন্দন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ কৃষকের ধান কেটে দিয়ে শিক্ষক- কর্মচারিরা মহর্তের পরিচয় দিয়েছেন। উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান জানান, সকলকে মানুষের উপকারে এগিয়ে আসতে হবে।