এস এম আলম: স্কয়ার গ্রুপের সহায়তায় পাবনা পৌরসভা করোনায় কর্মহীন ৬ হাজার শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য সহয়তা কার্যক্রমের অংশ হিসেবে আজ পৌর এলাকার ৭ ,৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের ৯শ পরিবারের মধ্যে খাদ্য বিতরন করেছে। সকালে এ কার্যক্রম পরিদর্শন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর তত্বাবধায়নে পৌর এলাকার শহীদ এম মনসুর আলী কলেজ মাঠ , ইয়াকুব আলী ফিলিং স্টেশন দক্ষিণে (গ্রীন ভ্যালী ম্যাস) ও বুø বার্ড কিন্ডার গার্টেন প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, স্কয়ার গ্রুপের উর্ধ্বত্বন কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলর বৃন্দ। স্কয়ার গ্রুপ ধারাবাহিক খাদ্য সহায়তার অংশ হিসেবে পৌরসভা, জেলা যুবলীগ, সুজানগর ও আটঘরিয়া উপজেলা পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও জন প্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরনের কাজ অব্যাহত রেখেছে।