করোনা সঙ্কটময় পরিস্থিতির কারণে পাবনায় আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়।
বুধবার (২৯’এপ্রিল) দুপুরে পাবনা পুলিশ লাইনস এর শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি।
আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, রাজশাহী বিভাগের এনএসআই যুগ্ম পরিচালক মোহাম্মদ জহীর উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা পৌর সভার মেয়র কামরুল হাসান মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম। এ সময় ৯৯ জন বিপদগামী যুবক যারা অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। করোনা সঙ্কটময় পরিস্থিতির কারণে কর্মহীন থাকায় সেই যুবকদের মাঝে জন প্রতি ৫০ হাজার টাকা প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়। এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।