মাদকের অভিযানে ঈশ্বরদীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ সার্কেল’ ঈশ্বরদীর অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মাদকের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদক বিরোধী রেডিং টিম সোমবার ( ১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শৈলপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদকের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শৈলপাড়া এলাকায় জনৈক সাইফুলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপরে ইয়াসিন আলী খান (৪৫)কে আটক করে তার দেহ ও মাথায় থাকা সিলভারের ছেনি তল্লাশি করা হয়। এসময় ছেনির ভেতরে টিনের ঢাকনা দিয়ে বিশেষ কায়দায় ঢেকে রাখা এবং নাট বল্টু দ্বারা আটকানো অবৈধ গাঁজা ছয় কেজি উদ্ধার হয়। আটককৃত ইয়াসিন আলী খান মাজদিয়া গ্রামের মাদ্রাসা পাড়ার এসকেন আলী খানের পুত্র।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।