বৈশাখী আনন্দ…….

বৈশাখী আনন্দে ভরছে দেশ
অতীত দুঃখ বেদনা ভুলি
নতুন করে জীবন গড়ি।
পুরনো বকেয়া শোধ করি
হালখাতায় শুরু হোক নতুন বছর।
রমনার বটমূলে এসো সবাই মিলে
একসাথে গান গেয়ে জুড়াই প্রাণ;
পান্তা ইলিশ ভাতে মজাই-স্বাদ
মনে পড়ে বৈশাখী আনন্দে…মাত;
ঢাক ঢোলক বাজে অপ্রাপ্তরা নাচে
নাটাই হাতে উড়াই ঘুরি মহানন্দে।
যুবক-যুবতীর বাহারী সজ্জিত পোশাক
নববর্ষের দিনভর হৈ-হূল্লোর বাজিমাত;
মাঠে ঘাটে ময়দানে নতুন জীবনের ডাক
কপোত-কপোতীর ভীড়ে প্রেম উন্মাদ।
পদ্মার তীরে তীরে নবীন যৌবনের উল্লাস
প্রিয়ার খোঁপায় চাপাফুলের সুবাস…
মোরে নিয়ে যায় বিস্তীর্ণ বালুশয্যায়:
এই বলে জীবনের আনন্দ চিরকাল থাক?

(সহকারী শিক্ষক)
দুবলহাটী গার্লস হাইস্কুল এ্যন্ড কিন্ডারগার্টেন, নওগাঁ।