সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা, গোলাপগঞ্জ সদর ও লক্ষীপাশা ইউনিয়নে নগদ অর্থ হস্তান্তর করেছে গোলাপগঞ্জ এসোসিয়েশন অব মিশিগান (ইউএসএ)। ২৫ এপ্রিল শনিবার কাওসার রাজা রতনের নেতৃত্বে একটি টিম আনুষ্ঠানিকভাবে ৪টি স্থানে গিয়ে এ অর্থ হস্তান্তর করেন।
করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলার ৬০০ টি পরিবারকে ১০০০ টাকা করে নগদ প্রদান কর্মসূচি উদ্যোগের ধারাবাহিকতা অনুযায়ী ৩য় দিনে কর্মসূচীর অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ পৌরসভায় মিলনায়তনে অর্থ প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের অর্থ প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত মাওলানা উবাদ, দুদু মিয়া এবং লক্ষীপাশা ইউনিয়নে উত্তর ও দক্ষিণ দুইটি অঞ্চলে অর্থ প্রদানের জন্য দায়িত্ব প্রাপ্ত ওহিদুর রহমান এবং আব্দুল হকের কাছে সাংগঠনিক টিম এ অর্থ পৌঁছে দেয়।
এসব স্থানে অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসক্লাবে সভাপতি ও গোলাপগঞ্জ বণিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ও স্থানীয় মুরব্বিয়ানবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, ইসলাম উদ্দিন জানু, সাগর, আছিফ , আরিফ, সাহিদ, তাহসিন, এনাম।