বিশ্ব গ্রাস করে ফেলছে একটি ক্ষুদ্র অণুজীব। করোনা ভাইরাস নামের এই মহামারিটি মাত্র কয়েক মাসের ব্যবধানেই ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দিনের পর দিন এ ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। লকডাউন হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইতোমধ্যে বাংলাদেশেও বিস্তার লাভ করেছে ভাইরাসটি। এর দ্রুত বিস্তার রোধে দেশটিও লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে সংসার কীভাবে চলবে তা নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষেরা।
দেশের এমন সংকটময় মুহুতের্ নেত্রকোনার দুর্গাপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রমজানের দ্বিতীয় দিনে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি । বিএনপি’র কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এর উদ্যোগে উপজেলার মাঝিয়াইল গ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ৯৫০ জন পরিবারের মাঝে চাল, ডাল, নিত্য প্রয়ে়াজনীয় সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবু চান, আহবায়ক সাবেক পৌর যুবদল মোঃ হারেজ গনি, বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.আব্দুল আওয়াল, সাবেক সাধারন সম্পাদক পৌর বিএনপি মো. আতাউর রহমান ফরিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি আনোয়ার হোসেন আসাদ ,ছাত্রনেতা মো: স¤্রাট গনী,এস এম কাইয়ুম, মো:আলী, আলমগীর, পাহাড়ী জুয়েল ,আরিফ হাসান,একলাস,সালমান মোকাদির সহ প্রমুখ ।
এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাবে দিন এনে দিন খাওয়া মানুষগুলো আজ অনেকটাই অসহায়। তাই আমরা কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার কায়সার কামাল এর নির্দেশে এসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি ।