বিশ্বনাথে ব্যবসায়ীদের লুকোচুরি, জরিমানা

নিত্যপণ্য ছাড়াও সিলেটের বিশ্বনাথ উপজেলায় হঠাৎ করে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলেছেন ব্যবসায়ীরা। প্রশাসনকে ফাঁকি দিতে, নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে করোনার প্রতিরোধের সুরক্ষা সরঞ্জামের পসরা সাজিয়ে ভেতরে করছেন বেচা-কেনা। পুলিশ বা ভ্রাম্যমাণ আদালত নামলেই চট করে সাটার নামিয়ে রাখছেন তারা। চলে গেলে ফের রমরমা বাণিজ্য।শনিবার (২৫ এপ্রিল) সরেজমিনে উপজেলা সদর জুড়ে চোখে পড়ে এমন চিত্র। এতে বাজারে দ্বিগুণ বেড়েছে মানুষের আনাগোনা। সামাজিক দূরত্ব মানছেন না কেউই।ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও লোকসমাগমের খবর পেয়ে বিকেল ৩টায় মোবাইল কোর্ট নিয়ে বের হন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। বাজারের একপাশে মোবাইল কোর্ট দেখেই ব্যবসায়ীরা শুরু করেন সাটার টানা। কাউকে আবার দোকান খোলা রেখেই সটকে পড়তে দেখা যায়। এসময় ‘আয়শা ফ্যাশন’ নামের একটি বিপণী বিতানকে করা হয় ১ হাজার টাকা জরিমানা।এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে, জনসমাগম রোধ ও নিয়মিত বাজার মনিটরিংয়ে কাজ করছি আমরা। এর মধ্যেও নিত্যপণ্য ছাড়া, নানা ছলে কিছু প্রতিষ্ঠান খোলেছেন ব্যবসায়ীরা। যাদের পাচ্ছি জরিমানা করা হচ্ছে। এখনও সময় আছে, করোনা প্রতিরোধে সবাই সচেতন হই।