করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সারা বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। মরণঘাতী করোনা ভাইরাসে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। বাংলাদেশেও ব্যাপক ভাবে বিস্তার করেছে,একারণে জনপ্রতিনিধি, প্রশাসন কর্মকর্তা, ডাক্টাস ও সংবাদিক সহ বিভিন্ন মহল মানবসেবায় নিয়োজিত পড়েছে। এদের সুরক্ষায় সুজারগর মন্ডল ডায়াগনষ্টিক সেন্টরের কর্ণধার রিয়াজ মন্ডল নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাবনার সুজানগরে শনিবার দুপুরে প্রধান অতিথি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, ডাঃ শরিফুল ইসলাম শরিফ, এস আই গোপাল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ। জন প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও সংবাদিকদের মাঝে পিপিই, হ্যান্ড সেনিটাইজার , সার্জিক্যাল মাস্ক ও টিসু সহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। শাহীনুজ্জামান শাহীন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সংকট থেকে বাঁচতে হলে সামাজিকভাবে সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই, শুধু মাত্র নিজে ও সমাজ সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। এধরণের উদ্যোগ গ্রহণে মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী রিয়াজ মন্ডল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মন্ডল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রিয়াজ মন্ডল বলেন, করোনা ভাইরাস সারাবিশ্বে যে ভাবে ছড়িয়ে পড়ছে এবং মানুষ যেভাবে মৃত্যুবরণ করছে,যারা মানবসেবয় নিয়োজিত আছেন, তাদের সুরক্ষা জন্য আমার এধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।