দুর্গাপুরে ৯৫০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করলো ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার হতদরিদ্র ৯৫০ পরিবারে বিএনপি‘র কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে করোনা প্রার্দুভাবের কারণে চলমান লকডাউনে সীমাবদ্ধতার মাঝেও শুক্রবার বিকেলে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 দেশের বর্তমান প্রেক্ষাপটের অবস্থা লালন করেই বিএনপি'র কেন্দ্রীয়  নির্দেশনা মোতাবেক, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশ লকডাউনে পরিণত হয়েছে। এর ফলে গ্রামগঞ্জের খেটে খাওয়া হতদরিদ্র জনগণ বিপাকে পড়েছে। এই লক্ষে দুর্গাপুর উপজেলা বিএনপি‘র মাধ্যমে ৭টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার হতদরিদ্র ৯৫০ পরিবারে সামাজিক দুরত্ব বজায় রেখে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক বিএনপির সাধারন সম্পাদক  মো. নুরুল হক, মো. আব্দুল আওয়াল, পৌর বিত্রনপির সাবেক সভাপতি মো. রৌশন আলী, ,সাবেক সাধারন সম্পাদক মো. আতাউর রহমান ফরিদ, যুবদল এর সাবেক যুগ্ম সম্পাদক  মাঝহারুল হক রিপন সহ বিএনপি ও তার অঙ্গ সংগেঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।