মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মহাজন বাড়ির পক্ষথেকে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় দেড় শতাধিক পরিবারের মাঝে ১৫ দিনের (রমজানের) ইফতার সামগ্রী প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩এপ্রিল) বাড়ী বাড়ী গিয়ে ইফতার সামগ্রী পৌঁছেদেন মিছবা আহমেদ। বিতরনকৃত প্রতি প্যাকেটে ইফতার সামগ্রী হিসেবে চাল, তৈল, ডাল, আলু, সাবান ইত্যাদি প্রদান করা হয়।
মিছবা আহমেদ জানান, করেনা ভাইরাসের কারনে মানুষজন খুব কষ্টে আছে, তাই আমার (আমেরিকা প্রবাসি) পরিবারের সদস্যদের সহযোগিতায় অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যে এটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এইভাবে যদি প্রত্যেকে আমরা একে-অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে আমাদের আশপাশের কেউই না খেয়ে অন্তত মারা যাবে না।