নওগাঁর রাণীনগরে কৃষকের ইরি-বারো ধান কেটে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়া-বিজয়কান্দী মাঠে এক কৃষকের ধান কেটে দেওয়া হয়।
করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দেওয়ায় কৃষকের ধান ঘরে তুলে দিতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গরিব কৃষকের পাশে দাঁড়িয়েছে রাণীনগর উপজেলা ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা কৃষকের ধান কেটে জমি থেকে বাড়ি পৌঁছে দিচ্ছেন।
রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসানের নেতৃত্বে রাণীনগর উপজেলা ছাত্রলীগ, শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রলীগ ও গোনা ইউনিয়ন ছাত্রলীগের প্রায় ২৫-৩০ জন নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশ নেন। এদিন উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়া-বিজয়কান্দী মাঠে কৃষক জিল্লুর রহমানের ১ বিঘা জমির পাকা ধান কেটে, আঁটি বেঁধে বাড়ি পৌঁছে দিয়ে আসেন তারা। স্বেচ্ছায় ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দেওয়ায় খুশি ওই কৃষক।
এ সময় রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ সভাপতি সুমন মাহমুদ, জেমস পিকে, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিক, নাদিম মাহমুদ, শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি, সাধারণ সম্পাদক মাহাবুব আলম তুষার, গোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন লিখনসহ রাণীনগর উপজেলা ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাণীনগর উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান জানান, ‘মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। যেসব দরিদ্র কৃষক জমির ধান কাটতে পারছেন না তাদেরকে আমরা জমির ধান কাটাসহ বাড়িতে পৌঁছানোর কাজে সার্বিক সহযোগিতা করছি। আগামীতে কেউ সহায়তা চাইলে আমারা ওই কৃষকের পাশে দাড়াবো। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।