জেলার দুর্গাপুরে করেনা ইস্যুতে এলাকা লকডাউন থাকায় হতদরিদ্র গৃহবন্ধি মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ২নং দুর্গাপুর সদর ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়।
করোনা ইস্যুতে প্রায় ১মাস পুরো ইউনিয়ন লকডাউন থাকায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের নি¤œ আয়ের মানুষ গৃহবন্ধি হয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে সরকারী জিআর সহায়তা হিসেবে প্রতিজনকে ১০কেজি করে ৫শত জনের মধ্যে সরকারী ভাবে চাল বিতরনের উদ্দ্যেগ গ্রহন করা হয়। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, ইউপি সদস্য-সদস্যা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস সম্পর্কে জন-সচেতনতা বৃদ্ধি করতে সরকারী নির্দেশনা গুলো মেনে, নিরাপদ দুরত্ব বজায় রেখে সকলকে অবস্থান করা সহ স্থানীয় বিত্তশালীদের সরকারী সাহায্যের পাশাপাশি গৃহবন্ধিদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।