কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় নেত্রকোনার কলমাকান্দায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অহেতুক বাইরে ঘোরাফেরা ছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধ সংক্রান্ত যেকোনা ধরণের সরকারি আইন অমান্যকারীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমান
ত্রাণসামগ্রী আদায় করে তা অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষদের মধ্যে বিতরণ করছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে সামাজিক দূরত্ব বজায় না রেখে রাস্তায় অহেতুক বাইরে ঘোরাফেরা করার দায়ে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা অভিযান পরিচালনা করে ৮ জনের প্রত্যেকের কাছ থেকে চাল, ডাল, চিনি, তেল ও লবণ জরিমানা আরোপ করে তা আদায় করেন।
ইউএনও’র এ ব্যতিক্রমী উদ্যোগটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পর্যায়ের লোকজন সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার
জন্য সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ অমান্যকারীদের অপরাধের মাত্রানুযায়ী
সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে ত্রাণসামগ্রী জরিমানা হিসেবে আদায় করা হচ্ছে।
জরিমানা আরোপিত প্রতি জনের কাছ থেকে একজন অসহায় মানুষের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি আলু আদায় করা
হচ্ছে। অপরাধের ধরণ অনুযায়ী এ ত্রাণ জরিমানা করা হয়। কারো কাছে একজনের আবার কারোর কাছে একের অধিক জনের জন্য এ জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, অযথা ঘোরাঘুরি ছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধ সংক্রান্ত যেকোনো ধরনের সরকারি আইন ভঙ্গকারীদের এ জরিমানার আওতায় আনা হয়েছে। তিনি আরো বলেন, গত
দুদিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ধরনের জরিমানা আদায়ের পাশাপাশি
অসহায় কর্মহীন লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালু রয়েছে।