নাটোর প্রতিনিধি
নাটোরে ভ্রাম্যমান আদালতের বিচারক ৪৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭৭ হাজার ৩’শ টাকা জরিমানা করেছেন।গণজমায়েত, সঙ্গত কারণ ছাড়া চলাচল ও সন্ধ্যা ৬ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং অবৈধ পুকুর খননের জন্য শনিবার এই জরিমানা করা হয়।জেলা প্রশাসন সুত্র জানায়, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে জেলা প্রশাসন শনিবার দিনভর ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ১৫ টি ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময়গণজমায়েত, সঙ্গত কারণ ছাড়া চলাচল ও সন্ধ্যা ৬ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৪৭ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়। এছাড়া গুরেুদাসপুরের হাসমারী এলাকায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগে দুই ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে বিভিন্ন স্থানে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরীব দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ জানান, ভ্যাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি স্বাস্থ্য বিধি মেনে সবাইকে ঘরে থাকার আহবান জানান।