নেত্রকোনার দুর্গাপুরে করোনা ইস্যুতে পুরোশহর লকডাউন থাকা সত্বেও সরকারী নির্দেশনা অমান্য করে শহরের কিছু সংখ্যক ব্যবসায়ী চুপিসারে দোকান খুলে ব্যবসা করার অপরাধে ৭টি দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। রোববার দুপুরে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মি. রুয়েল সাংমা।
দুর্গাপুর পৌরশহরে ভোক্তাঅধিকার আইনে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ০৭টি দোকানে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নিবার্হী হাকিম এ প্রতিনিধি কে জানান, করোনা ইস্যুতে সারা দেশের ন্যায় নেত্রকোনা জেলাও লকডাউন ঘোষনা করা হয়েছে। এর মধ্যে দুর্গাপুর পৌর সভায় বিভিন্ন দোকান সরকারী নির্দেশনা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হয়। এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।