চাটমোহরের রেলবাজার হাটে ভ্রাম্যমান আদালতে জরিমানা

পাবনার চাটমোহরের রেলবাজার (অমৃতকুন্ডা) সাপ্তাহিক রবিবারের হাটে এদিন সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে । ভ্রাম্যমান আদালত পরিচালন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম।
বর্তমান পরিস্থিতিতে চাটমোহরে করোনা রোগী সনাক্ত হওয়ার পর উপজেলা প্রশাসন চাটমোহর উপজেলাকে লকডাউন ঘোষনা করেন। লক
ডাউন উপেক্ষা করে রবিবার ভোর রাত থেকে মানুষ পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে চাটমোহর হাটে আসে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঙ্গীয় সেনা বাহিনী ও পুলিশ ফোর্স সহ হাটের মধ্যে প্রবেশ করে জনসাধারনকে
দ্রুত হাট ত্যাগ করে নির্দেশ প্রদান করেন। এসময় হাটের ইজারাদার (অংশীদার) কে ডেকে নিয়ে হাটে জনসমাগম করে করোনা ঝুকি সৃষ্টি করায় দশ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া দুপুরে চাটমোহর পুরাতন বাজারের রতন ট্রেডাসকে দোকান খোলা রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।