এএমপির ত্রাণ তহবিলে দেওয়া ২ লাখ টাকা ফেরত দিয়ে স্বচ্ছতা প্রমাণ করলেন এমপি শহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার ।। নর্থবেঙ্গল চিনি মিলের ১৯ হাজার প্রান্তিক চাষিদের জন্য স্থায়ী ও মৌসুমি স্বচ্ছল শ্রমিকদের বেতন থেকে এবং কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন কর্তন করে এমপির ত্রাণ তহবিলে দেওয়া ২ লাখ টাকা ফেরত দিয়েছেন শুক্রবার বিকেলে নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল। মিলের পক্ষ থেকে টাকা তুলে স্বেচ্ছায় মিল কর্তৃপক্ষ এমপির ত্রাণ তহবিলে সমন্বয় করে চাষিদের বন্টনের জন্য দেওয়া হয়। এর পর একটি পক্ষ বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি করার চেষ্টা করায় তিনি এই টাকা ফেরত দিয়ে স্বচ্ছতা রক্ষা করেছেন। মিলের সিবিএ এর সভাপতি গোলাম কাউসার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু এমপির ফেরত দেওয়া থেকে ২ লাখ টাকা মিলের এমডি আব্দুল কাদেরের কাছে হস্তানর করেছেন বলে মিলকর্তৃপক্ষ সূত্র জানিয়েছেন।