হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভিজিডির চাল কার্ডধারির নিকট থেকে ক্রয় করে কালোবাজারে বিক্রির জন্য গোডাউনে মজুদ করার অপরাধে দুই ব্যবসায়ীকে গ্রেফতার ও ৫০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রামজীবন ইউনিয়নের নিজ পাড়া গ্রামের নুরুল হক সরদারের ছেলে মোস্তাফিজুর রহমানের বসতবাড়ির একটি ঘর থেকে ৫০ বস্তা চাল জব্দ করা হয়। পাশাপাশি ব্যবসায়ি মকবুল হোসেন ও আয়নাল মিয়াকে আটক করে রাতেই থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে দুই ব্যবসায়ি জানান, ভিজিডি কার্ডধারিদের নিকট চাল ক্রয় করা হয়েছে। মকবুল নিজ পাড়া গ্রামের ইউসুফ উদ্দিন ও আয়নাল একই গ্রামের আলেফ উদ্দিনের ছেলে। আজ শুক্রবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার বাদী হয়ে ৬ ব্যবসায়ীসহ অজ্ঞতানামা ৪ হতে ৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে। মামলার অন্য আসামিরা হচ্ছে নিজ পাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে খালেক ব্যাপারী, ওবাইদুল হকের ছেলে আশেক আলী, বক্তার আলীর ছেলে ফুল মিয়া, আলেফ উদ্দিনের ছেলে দেলবর। আসামিদের ২৫/২৫(১) ধারায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন রেশনভূক্ত চাল কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত চালের পরিমান ১ হাজার ৫০০ কেজি, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। রামজীবন ইউপি চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান জানান, কার্ডধারিদের নিকট থেকে ব্যবসায়িদের চাল ক্রয়ের বিষয়টি তার জানা নাই। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন এর পিছনে অন্য কোন রহস্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।