সুনামগঞ্জ জেলার মধ্যনগর সহ পাশবর্তী কয়একটি থানার গ্রামগুলিতে মানছে না করোনা ভাইরাসের নিয়ম কনুন,দেশেবিদেশে করোনা ভাইরাসের আক্রান্তে হাজার হাজার মানুষ মৃত্যুর কবলে। করোনাভাইরাস বাংলাদেশে প্রবেশের খবর শোনে আতংকিত হলেও গ্রামের দোকানে দোকানে চলছে আড্ডা আর আড্ডা। সচেতনতার অভাবে ছড়াতে পারে মরন ব্যধি ভয়াবহ করোনাভাইরাস, সরকার সুধু হাট বাজারে লকডাউন দেয়েছেন কিন্তু গ্রামগুলিতে চলছে অবহেলা। ঘরে বসে থাকার কথা থাকলেও আইন ভেঙে জনগন রাখছেনা সামাজিক দূরত্ব, আইনশৃঙ্খলা বাহিনী গ্রামগুলিতে নজরদারী না করায় গ্রামের মানুষেরা হিয়ালিপনায় সময় কাটাতে আড্ডাবাজীতে গল্প গুজবে মেতে উঠেছে। কুটুর হুশিয়ারির পরেও আমলে নিচ্ছে না গ্রামের মানুষেরা, বর্তমান প্রেক্ষাপটে করোনাভাইরাস অত্যান্ত ঝুঁকিপূর্ণ, তাই জনগণ সচেতনায় সচেষ্ট থাকা খুবেই জরুরী, নিজে সতর্ক ও অন্যকে সতর্কতার নিদ্ধেশ দিয়ে সাবধান করা সকলেই সচেষ্ট থাকাই শ্রেয়, করোনার হাত থেকে রক্ষা পেতে সকলের সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা,নবী করিম (সাঃ) বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ,