বাগমারার গার্মেন্টস কর্মী কোভিড ১৯ রোগের শনাক্ত’বাড়ি লকডাউন

রাজশাহীর বাগমারা উপজেলায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের এক রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি বলদাপাড়া গ্রামে। তার নাম জাহাঙ্গীর আলম (৪০)। তার পিতার নাম আব্দুস সালাম। তিনি নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে এসেছেন। এবং তিনি নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারাখানার শ্রমিক হিসেবে কাজ করতেন। সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, আক্রান্ত ব্যক্তি গত ৬ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসেন। এরপর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ১১ এপ্রিল তার নমুনা পরীক্ষা করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। সোমবার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তি এখন বাড়িতেই আছেন। সিভিল সার্জন জানান, এখনও আক্রান্ত ব্যক্তি শারীরিকভাবে সুস্থ আছেন। যেহেতু তিনি আক্রান্ত এলাকা থেকে ফিওে ছিলেন সে জন্যই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতেই তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তাকে বাড়িতেই আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এবং আক্রান্ত ব্যক্তি যাদের সংস্পর্ষে গিয়েছেন তাদের বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, যেন করোনাভাইরাস এলাকায় ছড়িয়ে পড়তে না পারে। এবিষয়ে বাগমারা থানার (ওসি) আতাউর রহমান জানান,করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর পেয়ে সোমবার রাতে এলাকায় গিয়ে তারা সন্দেহজনক বাড়িগুলো লকডাউন করে দেন।এবং দুইজন গ্রাম পুলিশকে সেখানে পাহাদার হিসেবে রাখা হয়েছে যাতে তারা বাড়ির বাহিরে বের হতে না পারে।